• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬

সাজাপ্রাপ্ত পলাতক ২১ আসামি গ্রেপ্তার


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০৮:৪৪ পিএম
সাজাপ্রাপ্ত পলাতক ২১ আসামি গ্রেপ্তার

যশোরের বেনাপোলে মাদকসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক ২১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী অভিযানে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, রিপন হোসেন (২৪), আরশাদ আলী আরশাদ, আওয়াল হোসেন (৩৬), হাসেম আলী (৩০), চান মিয়া (৪২), গোলাম হোসেন (২৮), শাহ আলম ওরফে কাটু (৩০), কালু মিয়া (৩৮), মিলন বিশ্বাস (৩০), রাজ্জাক  ভুবন, সেলিম শেখ (৩৭), মুক্তি (৪৫), শাহিন (৩৩), কুরবান ব্যাপারী (৩০) ও আলমগীর হোসেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের যশোর জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

Link copied!