লাগসই প্রযুক্তির প্রয়োগ সম্প্রসারণের সেমিনার ও প্রদর্শনী


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২২, ০২:১২ পিএম
লাগসই প্রযুক্তির প্রয়োগ সম্প্রসারণের সেমিনার ও প্রদর্শনী

নওগাঁর আত্রাইয়ে স্থানীয়ভাবে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) বাস্তবায়নে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এই সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান প্রামাণিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জামিলুর রহমান। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নীপেন্দ্রনাথ দত্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, উপজেলার সকল চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই লাগসই প্রযুক্তির প্রয়োগ সম্প্রসারণের সেমিনার ও প্রদর্শনী ১১টি স্টল বসেছে।

Link copied!