• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

করিমনচাপায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১১, ২০২৪, ০৬:৪৬ পিএম
করিমনচাপায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ
স্কুলছাত্রী নিহতের পর সড়ক অবরোধ করে সহপাঠীরা। ছবি : প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলায় করিমনের চাপায় রিমি খাতুন (১৪) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে চাটমোহর-পাবনা সড়কের অমৃতকৃন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিমি ওই গ্রামের জাইদুল ইসলামের মেয়ে। সে উপজেলার সেন্ট রিটার্স হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, সোমবার দুপুর ১২টার দিকে কোচিং শেষ করে এক সহপাঠীর সঙ্গে বাড়ি ফিরছিল রিমি। পথিমথ্যে অমৃতকুন্ডা মাদ্রাসা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি করিমনের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় রিমি করিমনের নিচে চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর করিমনের চালক পালিয়ে যান।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের ঘটনার খবর পেয়ে দুপুর ২টার দিকে সেন্ট রিটার্স হাই স্কুলের শিক্ষার্থীরা স্কুলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে ঘাতক করিমনচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। 

Link copied!