• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬

স্কুলব্যাগে করে অস্ত্র পাচার, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০২:৫২ পিএম
স্কুলব্যাগে করে অস্ত্র পাচার, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে অস্ত্র আইনে গোপাল চন্দ্র নামের এক অস্ত্র ব্যাবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এই রায় দেন।

সাজাপ্রাপ্ত গোপাল চন্দ্র সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের হরিপদ চন্দ্র সূত্রধরের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের এপিপি মো. হাদীউজ্জামান সেখ (হাদী) এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অস্ত্র মামলায় গোপাল চন্দ্রকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অপরাধ প্রমানিত না হওয়ায় রেজাউল করিম প্রামানিক নামের একজনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৮ সালের ১০ অক্টোবর সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই সিলভার ডেলপার্কের সামনে অভিযান চালানো হয়। ডিবি পুলিশের উপস্থিতিতে টের পেয়ে রেজাউল করিম পালিয়ে যান। তবে ডিবির হাতে আটক হন অস্ত্রব্যবসায়ী গোপল সুত্রধর। পরে গোপল চন্দ্রের দেহ ও সঙ্গে থাকা স্কুলব্যাগ তল্লাশি করে ৮টি দেশীয় ওয়ান শুটার গান ও ১৫ রাউন্ড গুলি জব্ধ করা হয়।

এ ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ইয়াছিন আরাফাত বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালতের বিচারক গোপাল চন্দ্রকে যাবজ্জীবন কারাদণ্ড ও রেজাউল করিমকে বেকসুর খালাম প্রদান করেন।

Link copied!