• ঢাকা
  • শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ১০ চৈত্র ১৪২৯, ২ রমজান, ১৪৪৪

সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০৬:২৫ পিএম
সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নুরুল বশর (৩৫) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে কুতুপালং ক্যাম্প-২ এর রোহিঙ্গা আব্দুর রশিদের ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নুরুল বশর উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ এর মৃত আব্দুস সালামের ছেলে। তিনি ক্যাম্পে একটি এনজিওর নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

দুপুরে ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

হারুন অর রশিদ বলেন, “নুরুল বশর নামের এক রোহিঙ্গা এনজিওকর্মী তার ডিউটি শেষে ভোরে বাড়ি ফিরছিলেন। পথে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। অপরাধীদের ধরতে অভিযান চলছে।”

Link copied!