• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৪, ০৬:৪০ পিএম
বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় বিদেশি অস্ত্রসহ মুজিবুর রহমান (২৩) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তার মুজিবুর রহমান উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. রফিকের ছেলে।

এপিবিএনের অধিায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল জানান, রোববার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করা হয়। ১৮ নম্বর ক্যাম্পের ব্লক – জি/৪৫ থেকে মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি, ৫ রাউন্ড রাইফেলের গুলি এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, মুজিবুরের নামে সংশ্লিষ্ট আইনে মামলা করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Link copied!