• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

বিমানবন্দরে রোহিঙ্গা দুষ্কৃতকারী আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৩, ০৯:৫৯ এএম
বিমানবন্দরে রোহিঙ্গা দুষ্কৃতকারী আটক

সৌদি আরব যাওয়ার পথে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসাদ উল্লাহ নামে এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তিনি কক্সবাজারের উখিয়া থানায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করা হয়।

বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তসলিম আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, “আসাদ উল্লাহ বাংলাদেশ বিমানের বিজি ১৬৫ ফ্লাইটের যাত্রী ছিলেন। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে তিনি সৌদি আরবের জেদ্দা যাওয়ার জন্য শাহ আমানত বিমানবন্দরে এলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।”

বিমানবন্দরের পরিচালক আরও বলেন, “আসাদ উল্লাহ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তিনি উখিয়া থানায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।”

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, “আসাদ উল্লাহ নামে এক রোহিঙ্গার আটকের কথা শুনেছি। মামলার নথি না দেখে বিস্তারিত বলা যাচ্ছে না।”

গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে, আসাদ উল্লাহ গত ৯ জানুয়ারি উখিয়া থানায় দায়ের করা হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

Link copied!