• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

আরসার বিরোধিতা করায় রোহিঙ্গা নেতাকে হত্যা


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৩, ০৯:২৫ এএম
আরসার বিরোধিতা করায় রোহিঙ্গা নেতাকে হত্যা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-বিরোধী কথা বলায় মোহাম্মদ আইয়ুব (৩৫) নামের এক রোহিঙ্গা নেতা (সাব-মাঝিকে) কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উখিয়ার ক্যাম্প-১৮, ব্লক-এইচ/৫৬-এর কোডেক স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আমির জাফর জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে কোডেক স্কুলের সামনে আরসা সন্ত্রাসীদের একটি দল ধারালো অস্ত্র দিয়ে মোহাম্মদ আইয়ুবকে কুপিয়ে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত মোহাম্মদ আইয়ুব আরসাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এ কারণে তাকে হত্যা করা হতে পারে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মোহাম্মদ আইয়ুব নামের এক সাব-মাঝিকে সন্ত্রাসীরা হত্যা করেছে। পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Link copied!