• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা, বিজিবির পুশব্যাক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৪, ০৩:০৩ পিএম
সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা, বিজিবির পুশব্যাক
সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা পরিবারকে আটকে দেয় বিজিবি। ছবি : প্রতিনিধি

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে এবার টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার সময় এক পরিবারের ৩ শিশুসহ ৫ জন রোহিঙ্গাকে ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করেন। পরে বিজিবি তাদের পুশব্যাক করে।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক কমান্ডার লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হোয়াইক্যং উলুবনিয়া পয়েন্ট দিয়ে এক রোহিঙ্গা পরিবার অনুপ্রবেশের চেষ্টা করে। পরে বিজিবি তাদের পুশব্যাক করে। সীমান্ত দিয়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে আছে।

হোয়াইক্যং এলাকার বাসিন্দা মোহাম্মদ ফাহিম বলেন, “মিয়ানমারে বেশ কয়েকদিন ধরে সংঘর্ষ চলছে। এই কারণে কিছু রোহিঙ্গা বাংলাদেশ সীমান্ত অবস্থান করছিল। দুপুরের দিকে রোহিঙ্গা পরিবারটি অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের আটকে দেয়। আমরা কিছু জেলেদের কাছ থেকে শুনেছি শতাধিক রোহিঙ্গা সীমান্তের কাছাকাছি অবস্থান করছে।“

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মিজানুর রহমান বলেন, “নতুন করে মিয়ানমার থেকে কাউকে বাংলাদেশে অনুপ্রবেশের সুযোগ দেয়া হবে না।”

এদিকে গত কয়েক দিন ধরে মিয়ানমার সেনা ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক গোলাগুলি চলছে। মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর অনেক সদস্য সেখান থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মিয়ানমারে সংঘাতের জেরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির অন্তত ৯৫ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

এর আগে রোববার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন, ১৪ জন বিজিপি সদস্য নিরাপদে আশ্রয়ের জন্য বাংলাদেশের সীমানায় প্রবেশ করেছেন। তারা আটক আছেন। দুই দেশের কূটনৈতিক তৎপরতা শেষে তাদের ফেরত পাঠানো হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, “মিয়ানমারে যে যুদ্ধ চলছে, তা কত দিন চলবে, আমরা জানি না। আমাদের সীমান্ত ক্রস করে কাউকে আসতে দেব না। আমাদের বিজিবিকে আমরা সেই নির্দেশনা দিয়েছি।”

Link copied!