মাইক ভাড়া করে গালাগালি করার পর বিদেশযাত্রার স্বপ্নপূরণ রাব্বির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৬:৩০ পিএম
মাইক ভাড়া করে গালাগালি করার পর বিদেশযাত্রার স্বপ্নপূরণ রাব্বির

অবশেষে পূরণ হতে যাচ্ছে কিশোরগঞ্জের সারোয়ার হোসেন রাব্বির দীর্ঘদিনের স্বপ্ন—বিদেশে পাড়ি দেওয়ার। নানা প্রতিকূলতা আর হতাশার পর প্রবাসী কল্যাণ ব্যাংকের সহায়তায় নতুন আশার আলো দেখেছেন তিনি। ব্যাংকটি তাকে দুই লাখ টাকা ঋণ দিয়েছে, যা দিয়ে ইতোমধ্যে বিদেশযাত্রার প্রস্তুতিও সম্পন্ন করেছেন রাব্বি।

গত ২৩ অক্টোবর প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখা থেকে দুই লাখ টাকার চেক হাতে পান রাব্বি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি জানিয়ে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, অবশেষে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে দুই লাখ টাকা পাইছি। আপনারা যদি সাহায্য না করতেন, হয়তো আর এই টাকাটা পেতাম না। ধন্যবাদ সবাইকে।”

রাব্বি জানিয়েছেন, আগামী ৩০ অক্টোবর তিনি সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন। নতুন যাত্রার আগে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন এবং আগের ক্ষোভের ঘটনার জন্য ক্ষমাও প্রার্থনা করেছেন।

গত ১৭ অক্টোবর বিদেশ যাওয়ার টাকা না পেয়ে ক্ষোভে তিনি ৫০০ টাকায় মাইক ভাড়া করে স্থানীয়দের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেই ভিডিও ফেসবুকে পোস্ট করার পর সেটি ভাইরাল হয় এবং দেশের বিভিন্ন গণমাধ্যমে খবরটি প্রচারিত হয়। এরপরই বিষয়টি প্রবাসী কল্যাণ ব্যাংকের নজরে আসে।

ব্যাংকের কিশোরগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক বলেন, “সংবাদ প্রচারের পর আমরা রাব্বির সঙ্গে যোগাযোগ করি। প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পর তাকে দুই লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। প্রথম দুই মাস পর থেকে কিস্তির মাধ্যমে তিনি তা পরিশোধ করবেন।”

তিনি আরও বলেন, “যে কেউ বিদেশ যাওয়ার প্রক্রিয়ায় আর্থিক সমস্যায় পড়লে প্রবাসী কল্যাণ ব্যাংকের সহযোগিতা নিতে পারেন।”

রাব্বি বলেন, “আমি সবাইকে ধন্যবাদ জানাই। যারা আমার কষ্ট বুঝেছেন, সমর্থন দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। আমি এখন নতুন জীবন শুরু করতে যাচ্ছি—সবাই আমার জন্য দোয়া করবেন।”

Link copied!