• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৫

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় বরগুনায় জোর প্রস্তুতি


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: মে ১১, ২০২৩, ০৩:১৮ পিএম
ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় বরগুনায় জোর প্রস্তুতি

বরগুনায় ঘূর্ণিঝড় ‘মোখা’র ক্ষয়ক্ষতি মোকাবেলায় জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি উদ্যোগে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে বরগুনার জেলা প্রশাসকের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে মিটিং করে ঘূর্ণিঝড় মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। বরগুনা সদর উপজেলায় ১৮৫টি, আমতলী উপজেলায় ১১১টি, তালতলী উপজেলায় ৫৩টি, পাথরঘাটা উপজেলায় ১২৪টি, বেতাগী উপজেলায় ১১৪টি, বামনা উপজেলায় ৫৫টিসহ মোট ৬৪২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। এ ছাড়া ৯ হাজার ৬১৫ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে গঠন করা হয়েছে অর্ধশতাধিক মেডিকেল টিম।

হাবিবুর রহমান আরও বলেন, “সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। বরগুনা উপকূলীয় জেলা হওয়ায় আমরা ঝুঁকিতে রয়েছি। তাই ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছি।”

Link copied!