• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

বৈশ্বিক অবস্থা বিবেচনায় দেশের মানুষ ভালো আছে: বাণিজ্যমন্ত্রী


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৩, ০৫:৪৪ পিএম
বৈশ্বিক অবস্থা বিবেচনায় দেশের মানুষ ভালো আছে: বাণিজ্যমন্ত্রী

বৈশ্বিক অবস্থা বিবেচনায় দেশের মানুষ ভালো আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, “বাংলাদেশের মুদ্রাস্ফীতি ৯ শতাংশ হলেও বিএনপির দরদের দেশ পাকিস্তানে ৩৫ শতাংশ।”

রোববার (৯ এপ্রিল) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দ প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, “সরকার প্রতি মাসে ৭০০-৮০০ কোটি টাকা ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি করায় এ রমজানে মানুষের মধ্যে কোনো হাহাকার নেই। বৈশ্বিক অবস্থা ভালো হলে দেশের মানুষ আরও বেশি স্বাচ্ছন্দ্যে থাকবে। এজন্য আমাদের ধৈর্য্য ধরতে হবে। সবাইকে সহযোগিতা করতে হবে। সবাই মিলে আন্তরিকভাবে কাজ করলে দেশের অবস্থা ভালোর দিকে যাবে।”

রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফর ও জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।

Link copied!