• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

দিনাজপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ৬, ২০২৩, ০৯:১৭ পিএম
দিনাজপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়াই রোগীর ব্যবস্থাপত্রে অ্যান্টিবায়োটিক ওষুধ লিখে দেওয়া ও চিকিৎসকের ভুয়া সার্টিফিকেট ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমান করেছে জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৬ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

এর আগে, সোমবার (৫ জুন) উপজেলার পাঁচকুড় এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক ওষুধ লিখে দেওয়ার অভিযোগে ইয়ন এনিমেল হেলথ নামে একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি মোক্তারুলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শহরের বালুবাড়ী এলাকায় এলএমএএফ ডাক্তারি ট্রেনিং ইন্সটিটিউটের পরিচালক ইনামুল হককে ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানাসহ প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহাকরী পরিচালক মমতাজ বেগম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমান করা হয়। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।”   

Link copied!