• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

রোহিঙ্গা ক্যাম্প থেকে একজনের মরদেহ উদ্ধার


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৮, ২০২৩, ০৮:৫৯ এএম
রোহিঙ্গা ক্যাম্প থেকে একজনের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে সানাউল্লাহ (৪৫) নামের এক রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) বিকেল ৫টার দিকে বালুখালী ৮ (পূর্ব) ক্যাম্প থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহত সানাউল্লাহ ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, “শুক্রবার বিকেলের দিকে কয়েকজন রোহিঙ্গা সন্ত্রাসী সানাউল্লাহর ঘরে ঢুকে তাকে তুলে নিয়ে যায়। এরপর তাকে একটি ঘরের পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাতে ঘটনাস্থলেই ছানা উল্লাহর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

এর আগে, একই দিন ভোর ৬টার দিকে ক্যাম্পে আরসা ও আরএসওর মধ্যে গোলাগুলিতে ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা যান। নিহতদের সবাই আরসার সদস্য বলে জানা গেছে।

Link copied!