• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

এফ দীপঙ্কর মহাথেরের মরদেহ উদ্ধার


বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৪, ০৫:৩৪ পিএম
এফ দীপঙ্কর মহাথেরের মরদেহ উদ্ধার
ড. এফ দীপংকর মহাথের। ছবি : সংগৃহীত

বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউপির বান্দরবান সদরস্থ কালাঘাটার নিকটবর্তী আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বৌদ্ধ বিহারের প্রধান ভান্তে ড. এফ দীপংকর মহাথেরের (ধুতাঙ্গ ভান্তে) মরদেহ উদ্ধার করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, তিনি আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তার কারণ জানা যায়নি। 

শনিবার (১৩ জুলাই) তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় গণমাধ্যম পার্বত্যনিউজের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আলী।

ওসি পারভেজ আলী বলেন, “এ ধরনের একটা খবর পেয়ে আমাদের থানা পুলিশের একটি দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। হয়তো তারা এতক্ষণে পৌঁছে গিয়েছে। কিন্তু ওই এলাকায় মোবাইলের নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না।”

Link copied!