• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শ্বশুরবাড়িতে জামাইকে কুপিয়ে হত্যা


ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২, ০২:০৮ পিএম
শ্বশুরবাড়িতে জামাইকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের ভালুকায় শ্বশুরবাড়িতে জামাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় নিহতের স্ত্রী আহত হয়েছেন।

বুধবার (১৬ নভেম্বর) রাতে ভাণ্ডাব বয়ডাপারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফকরুল ইসলাম ওই এলাকার আবুল কাশেমের মেয়ের জামাই।

জানা যায়, রাতে ফকরুলকে বাড়ির পাশে ছুরিকাঘাত করেছিল দুর্বৃত্তরা। এ সময় তার স্ত্রী আকলিমা শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে এলে তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ভালুকা মডেল থানার পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আকলিমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!