• ঢাকা
  • বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২, ৪ রবিউল আউয়াল ১৪৪৬

নোয়াখালীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০৩:০০ পিএম
নোয়াখালীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাপের কামড়ে মোসাম্মৎ হাবিবা নামের ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের নিজ বসত ঘরে তাকে সাপে কামড় দেয়। পরে বিকেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ফেনীর মহিপাল এলাকায় তার মৃত্যু হয়।

মোসাম্মৎ হাবিবা উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মনির হোসেন ফকির বাড়ির মো. হানিফের মেয়ে। হাবিবা স্থানীয় চরএলাহী গফুরিয়া মডেল মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল।   

চরএলাহী গফুরিয়া মডেল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোরশেদ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মঙ্গলবার দুপুরের দিকে মাদ্রাসা থেকে ক্লাস শেষ করে বাড়িতে যায় হাবিবা। এরপর বসতঘরে দুপুরে হাবিবার ঘরের ভেতরে থাকা ড্রামের পাশে পড়ে যায়। হাবিবা তখন কলম ওঠানোর জন্য ড্রামের পাশ দিয়ে হাত নিচে দিলে একটি সাপ তাকে কামড় দিয়ে চলে যায়। 

পরে স্বজনরা তার হাত বেঁধে তাকে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ভ্যাকসিন না থাকায় উন্নত চিৎিসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।       
 
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।” 

Link copied!