মাহিন্দ্রা চলাচল নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০২:৪০ পিএম
মাহিন্দ্রা চলাচল নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি
অবস্থান কর্মসূচি। ছবি : সংগৃহীত

একের পর এক সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় ফরিদপুর টু সালথা রোডে মাহিন্দ্রা চলাচল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। একইসঙ্গে ওই সড়কে বাস চলাচলের দাবি তোলা হয়।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের চালতা তলা এলাকায় এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে ফের কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!