• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন বিএনপি নেতারা


বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ০৮:৩২ পিএম
কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন বিএনপি নেতারা

বাগেরহাটের মোংলা উপজেলায় গরিব কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।শনিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার চাঁদপাই এলাকায় স্বেচ্ছায় ধান কাটা কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম এই কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন রাষ্ট্রপ্রধান থাকা সত্ত্বেও তিনি কৃষির জন্য নিজ হাতে কোদাল নিয়ে খাল খননসহ কৃষকের ফসল ফলানোর কাজে নিবেদিত করেছিলেন। আর বেগম খালেদা জিয়াও রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন কৃষকের প্রতি ২৫ বিঘা জমির খাজনা মওকুফ করেছিলেন। আর বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় কৃষি ও কৃষককে প্রাধান্য দেওয়া হয়েছে। যার কারণেই প্রান্তিক কৃষকের পাশে দাঁড়িয়েছে বিএনপি।

কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, “বীজ তৈরি, হালচাষ, বীজ রোপণ, সেচ, সার ও কীটনাশকের ব্যবহারসহ ধানের পরিচর্যায় কৃষকের অনেক টাকা খরচ হয়ে যায়। পরিশেষে ধান কেটে ঘরে তুলতেও দিনমজুরের খরচ দিতে হিমশিম খেতে হয় তাদের। তাই বিএনপি ও তার সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসব কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছেন। এতে কৃষকেরা উপকৃত হবেন।”

বিএনপির এই নেতা আরও জানান, মোংলার ৬টি ইউনিয়নের গরিব কৃষকদের মাঠের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!