• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

সুনামগঞ্জের ৫ আসনের তিনটিতেই নতুন মুখ


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৩, ০৭:৩০ পিএম
সুনামগঞ্জের ৫ আসনের তিনটিতেই নতুন মুখ
সুনামগঞ্জের ৫ আসনের তিনটিতেই নতুন মুখ

সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনের আসনের মধ্য তিনটিতেই নতুন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। রোববার (২৭ নভেম্বর) দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যারা দলের মনোনয়ন পেয়েছেন তাদের নাম ঘোষণা করেছেন।

সুনামগঞ্জ-১ আসনে রঞ্জিত সরকার, সুনামগঞ্জ-২ আসনে আল আমিন চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ আসনে ডা. সাদিক, সুনামগঞ্জ-৫ আসনে মহিবুর রহমান মানিক দলীয় মনোনয়ন পেয়েছেন।

সুনামগঞ্জ-১ আসনে (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা) তিনবারের নির্বাচিত এমপি ছিলেন ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। তিনি চতুর্থবারের মতো দলীয় মনোনয়ন চেয়েও পাননি। এ আসনে মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য রঞ্জিত সরকার।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসন ভোটের রাজনীতিতে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের আসন হিসেবেই পরিচিত। আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ছোট ভাই আবদুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)।

এ আসনে সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত দলীয় মনোনয়ন চাইলেও পাননি। ২০১৭ সালে সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেলে তার স্ত্রী জয়া সেনগুপ্ত ওই বছরে অনুষ্ঠিত উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ সালের নির্বাচনে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।

অন্যদিকে সুনামগঞ্জ-৪ আসনে একেবারেই নতুন মুখ ডা. সাদিক। তিনি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ও নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব ছিলেন। 
 

Link copied!