• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলা, সাংবাদিকসহ আহত ৫


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪, ০৭:৫৪ পিএম
নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলা, সাংবাদিকসহ আহত ৫

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলা ও ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত। এতে সাংবাদিকসহ কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে শহরের প্রেসক্লাব মিলনায়তনের পাঁচতলায় এই হামলার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় একজনকে আটক করে পুলিশ।

আহতরা হলেন- নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সোজাসাপ্টা পত্রিকার সম্পাদক আবু সাউদ মাসুদসহ প্রেসক্লাবের ৪ কর্মচারি।

আটক ব্যক্তির নাম মাসুদ রানা রনি। তিনি স্থানীয় একটি অনলাইনের সম্পাদনা করেন।

আহত সাংবাদিক আবু সাউদ মাসুদ বলেন, “মাসুদ রানা রনির নেতৃত্বে ২০-২৫ জন দুর্বৃত্ত প্রেসক্লাব দখল করার উদ্দেশে আমার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকরা তাদের বাধা দিতে গেলে আমাকে কিলঘুষি মারে। প্রেসক্লাবের টিভি ভাঙচুর করেছে। পরে পুলিশ এসে রনিকে আটক করে নিয়ে গেছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন বলেন, “রনির নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একদল দুর্বৃত্ত ক্লাবের পাঁচতলায় উঠে হামলা ও ভাঙচুর করে। এ সময় ক্লাবে অবস্থানরত সাংবাদিকরা তাদের বাধা দিলে সাংবাদিকদের ওপর হামলা করে। এতে দৈনিক আমার দেশ পত্রিকার সাবেক স্টাফ রিপোর্টার ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদসহ কমপক্ষে পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় রনি নামে একজনকে পুলিশ আটক করে নিয়ে গেছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এই ঘটনায় রনি নামে স্থানীয় পত্রিকার একজন সাংবাদিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার মুখে আঘাতের চিহ্ন থাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার বিষয়ে তদন্ত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!