• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

হাসপাতালের পেছনে পড়ে ছিল নবজাতকের মরদেহ


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৩, ০৯:৩৫ পিএম
হাসপাতালের পেছনে পড়ে ছিল নবজাতকের মরদেহ
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত

শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছন থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ ডিসেম্বর) হাসপাতালের মহিলা ওয়ার্ডের পাশে পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে হাসপাতালের মহিলা ওয়ার্ডের নিচতলার পাশে পরিত্যক্ত স্থানে একটি নবজাতকের মরদেহ দেখতে পান হাসপাতালের আরএমও ডা. অমিও জ্যোতিসহ স্থানীয়রা। পরে পুলিশকে জানালে তারা  ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী বলেন, “নারী ওয়ার্ডে কোনো ডেলিভারি করা হয় না। ডেলিভারি ওয়ার্ড আলাদা। তবে কে বা কারা রাতে এই নবজাতকের মরদেহ এখানে ফেলে গেছে জানা নেই।”

শ্রীবরদী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমান বলেন, কুকুর বা শেয়ালে নবজাতকের মুখের একটি অংশ খেয়ে ফেলেছে। ওই নবজাতকের মরদেহের পাশে একটি ভ্যানিটি ব্যাগ ও একটি টর্চলাইট ছিল। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Link copied!