• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬

নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২, ০৯:১০ পিএম
নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোরের সিংড়ায় ইঞ্জিন চালিত নসিমনের ধাক্কায় মোটরসাইকেলের চালক মো. জয়নাল আলী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের রানীপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জয়নাল আলী রাজশাহী জেলার বাসিন্দা।

সিংড়া থানার কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে মিজানুর রহমান জানান, মঙ্গলবার সকালে গরু ভর্তি একটি শ্যালো ইঞ্জিনচালিত নসিমন গাড়ি বগুড়ার রানীরহাটে যাচ্ছিল। পথে সিংড়ামুখী উপজেলার ইটালী ইউনিয়নের রানীপুকুর এলাকায় এক মোটরসাইকলকে সামনে থেকে ধাক্কা দেয় নসিমনটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জয়নাল আলীর মৃত্যু হয়। এ সময় নসিমনের চালক গরু ভর্তি গাড়িটি রেখে পালিয়ে যান।

Link copied!