মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মোবাইল গেমে আসক্ত ছেলে আবির হাসান জয়কে (১২) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মা সোহেনা বেগমকে (৩৫) আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার ইন্দানগর পানপুঞ্জি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়।
জয় উপজেলার ইন্দানগর পানপুঞ্জি (যাদুরগুল) এলাকার আসলাম আলীর ছেলে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে আবির মোবাইল গেম ও ইউটিউবে আসক্ত হয়ে পড়ে। এ নিয়ে মা আর জয়ের মধ্যে প্রায়ই বাগ্বিতণ্ডা হতো। কিছুতেই মায়ের কথা শুনত না জয়। বুধবার সকালে জয় মোবাইলে গেম খেলার সময় তার মা রেগে যান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মা সোহেনা বেগম নিজের ওড়না জয়ের গলায় পেঁচিয়ে ধরেন। এ সময় শ্বাসরুদ্ধ হয়ে জয় মারা যান।
এ বিষয়ে ওসি বিনয় ভূষণ রায় বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় নিহতের মা সোহেনা বেগমকে আটক করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোবাইলে আসক্ত হওয়ায় মা রেগে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ছেলেকে হত্যা করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”