বাগেরহাটের শরণখোলায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যায় শরণখোলার উত্তর রাজাপুর গ্রামের আবু জাফরের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার উত্তর রাজাপুর গ্রামের আবু জাফরের স্ত্রী পাপিয়া আক্তার (৩৮) ও তার মেয়ে ছাওদা জেনি (৫)।
এ বিষয়ে জেলার পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া উইংয়ের সমন্বয়কারী পরিদর্শক বাবুল আক্তার বলেন, “শুক্রবার সন্ধ্যা ৬টা দিকে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে আবু জাফরের স্ত্রী পাপিয়া ও তার মেয়ে ছাওদা জেনিকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই জেনি মারা যায়। গুরুতর আহত পাপিয়াকে প্রতিবেশীরা উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
বাবুল আক্তার আরও বলেন, “দুর্বৃত্তরা কেন তাদের হত্যা করেছে, তা এখনই বলা যাচ্ছে না। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”