সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ছড়ার বিলে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ নুরুল ইসলাম ওরফে করু মিয়া (৪৭) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা মশারি জাল টেনে মরদেহটি উদ্ধার করেন।
এর আগে রোববার (৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের কার্তিকপুর গ্রামের সামনের ছড়ার বিলে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কার্তিকপুর গ্রামের সামনের হাওর ছড়ার বিলে মাছ ধরতে যান ওই গ্রামের করু মিয়া, আজাহার মিয়া, শাহজাহান মিয়া, রফিকুল ইসলাম ও দুলাল মিয়া। এসময় ঝড়ের কবলে পড়ে তাদের মাছ ধরার নৌকাটি ডুবে যায়। পরে তাদের চিৎকার শুনে আশপাশে থাকা জেলেরা ছুটে এসে করু মিয়াকে ছাড়া সবাইকে উদ্ধার করেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা মশারি জাল টেনে করু মিয়ার মরদেহ উদ্ধার করেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমরান হোসেন বলেন, “ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।”



































