• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ ছেলে


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৩, ০৮:৪০ পিএম
বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ ছেলে

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে মহসিন মিয়া (৬) নামের এক শিশু নদীতে ডুবে নিখোঁজ হয়েছে। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের তিস্তার শাখা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মহসিন মিয়া তালুক বেলকা গ্রামের মিস্ত্রিপাড়ার নওশা মিয়ার ছেলে। সে স্থানীয় শ্যামরায়ের পাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, শিশু মহসিন মিয়া বিকেলে তার বাবার সঙ্গে তিস্তার শাখা নদীতে মুঠোজাল নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে সে তার বাবার অজান্তে নদীতে ডুবে নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকেই স্থানীয়রা তাকে উদ্ধারে খোঁজাখুঁজি শুরু করেন।

সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!