গাজীপুর মহানগরের পুবাইলে একটি চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরীর পুবাইল থানার ভান্ডারিয়া বাজারের পাশে ভোগড়া-উলুখোলা বাইপাস সড়ক ধরে একটি ট্রাক উলুখোলার দিকে যাচ্ছিল। এ সময় ৮ থেকে ১০ জন দুষ্কৃতিকারীরা ট্রাকটি লক্ষ্য করে পেট্রল ছুড়ে আগুন ধরিয়ে দেয়। পরে তারা সেখান থেকে পালিয়ে যায়। এরপর স্থানীয়দের সহায়তায় চালক ট্রাকের আগুন নিভিয়ে ফেলেন।
গাজীপুর মহানগর পুলিশের পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, কে বা কারা ট্রাকে আগুন দিয়েছে তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।