• ঢাকা
  • শনিবার, ১৭ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ জ্বিলকদ, ১৪৪৪

খুলনায় মাহিন্দ্রা-লরির সংঘর্ষ, নিহত ৩


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: মে ১৭, ২০২৫, ০২:১১ পিএম
খুলনায় মাহিন্দ্রা-লরির সংঘর্ষ, নিহত ৩
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

খুলনার ডুমুরিয়া উপজেলায় তিন চাকার যান মাহেন্দ্র ও তেলবাহী লরির মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। 

শনিবার (১৭ মে) বেলা ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে উপজেলার গোলনা এলাকায় ডুমুরিয়া ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানিয়েছে, তেলবাহী লরিটি খুলনা থেকে চুকনগর যাচ্ছিল। আর চুকনগর থেকে খুলনায় যাচ্ছিল মাহিন্দ্রটি। পথে দুটি যানের সংঘর্ষ হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. মাসুদ রানা জানান, হতাহতদের পরিচয় জানতে কাজ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

Link copied!