• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

বঙ্গবন্ধু সেতুতে মোটরসাইকেলের দীর্ঘ সারি


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩, ১২:১৬ পিএম
বঙ্গবন্ধু সেতুতে মোটরসাইকেলের দীর্ঘ সারি

ঈদের আর বাকি কয়েক দিন। এরই মধ্যে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। উত্তরবঙ্গগামী অনেকেই মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছেন।

বুধবার (১৯ এপ্রিল) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব এলাকায় আলাদা টোল বুথে মোটরসাইকেলের দীর্ঘ সারি লক্ষ করা যায়।

সরেজমিনে দেখা যায়, “শত শত মোটরসাইকেল বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজার পাশেই স্থাপিত আলাদা বুথে অপেক্ষা করছে। এ সময় সেতু কর্তৃপক্ষের লোকজন অপেক্ষারত মোটরসাইকেল আরোহীদের নির্ধারিত টোলের টাকা হাতে রাখার জন্য মাইকিং করছে।

এদিকে মহাসড়কে যাত্রীবাহী বাসের চেয়ে ব্যক্তিগত গাড়ি বেশি দেখা গেছে। এর মধ্যে মোটরসাইকেলের সংখ্যাই বেশি।

গাজীপুর থেকে বাড়ি যাচ্ছেন অমিত সরদার। তিনি বলেন, “ভোররাতে নারায়ণগঞ্জ থেকে রওনা হয়েছি মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার জন্য। মহাসড়কে চাপ কম থাকায় দ্রুতই বঙ্গবন্ধু সেতু পর্যন্ত চলে এসেছি।”

সাদেক হোসেন নামের একজন বলেন, যানজটের শঙ্কায় রাজধানী থেকে ঘরমুখী মানুষ মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছেন। প্রতিটি মোটরসাইকেলে দুই থেকে তিনজন করে যাত্রী রয়েছেন। অনেকে ঝুঁকি নিয়ে আবার শিশুসন্তান নিয়েও মোটরসাইকেল করে বাড়ি ফিরছেন।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ভোর থেকেই সেতুতে মোটরসাইকেল পারাপারে দীর্ঘ সারি ছিল। মোটরসাইকেল পারাপারের জন্য আলাদা বুথ করা হয়েছে।

Link copied!