• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

সুনামগঞ্জে টিলা কেটে বাড়িঘর তৈরি করছেন স্থানীয়রা


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৩, ০৬:০১ পিএম
সুনামগঞ্জে টিলা কেটে বাড়িঘর তৈরি করছেন স্থানীয়রা
টিলা কেটে বাড়িঘর তৈরি করছেন স্থানীয়রা। ছবি : সংবাদ প্রকাশ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় আইন লঙ্ঘন করে নির্বিচারে টিলা কেটে বাড়িঘর তৈরি করছেন স্থানীয়রা। টিলা কাটার কারণে ওই এলাকায় ভূমিধস ও পরিবেশ বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলোনী গ্রামের বিভিন্ন জায়গায় টিলা কেটে অনেকে বাড়িঘর তৈরি করেছেন। অনেকে এখনো কাটছেন। তবে প্রকাশ্যে টিলা কাটা হলেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে ন।  

দক্ষিণ কলোনী গ্রামের আব্দুল আলী, রাব্বিল, আব্দুল বারেক, রফিকুল ইসলাম টিলা ও সেখানে থাকা গাছ কেটে বাড়ি তৈরি করছেন। তারা জানান, বাড়ি করার জায়গা নেই। তাই টিলা কেটে তারা বাড়ি করেছেন।

দোয়ারাবাজার ইউনিয়নের উপসহকারী ভূমি অফিসার রঞ্জন কুমার দাস বলেন, টিলা কাটা আইনগতভাবে নিষিদ্ধ। এলাকায় ঘুরে টিলা কাটার সত্যতা পাওয়া গেছে। তাদের টিলা কাটতে নিষেধ করা হয়েছে। যারা টিলা কেটেছেন তাদের রোববার (৩১ ডিসেম্বর) অফিসে দেখা করতে বলা হয়েছে।

এ ব্যাপারে দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী চৌধুরী বলেন, দক্ষিণ কলোনী এলাকায় টিলা কাটার খবর পেয়ে ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তাকে সেখানে পাঠানো হয়েছে। টিলা কাটার বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!