• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

সরকারি গাছ কর্তনে জড়িতদের গ্রেপ্তারের দাবি স্থানীয়দের


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৫:৫৮ পিএম
সরকারি গাছ কর্তনে জড়িতদের গ্রেপ্তারের দাবি স্থানীয়দের

সাতক্ষীরা সদর উপজেলার গোবরদাড়িতে জেলা পরিষদের গাছ কর্তনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছের স্থানীয়রা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে গোবরদাড়ি বাজার এলাকায় গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ব্যবসায়ী আল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম মিল্টন, সাইফুল ইসলাম, আবু ইউসুফ, মিজান উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধভাবে সরকারি গাছ কাটার ঘটনায় স্বপন বিশ্বাস নামের একজনকে গ্রেপ্তার করা হলেও মূল হোতা জিয়া ও জেলা পরিষদের কেয়ারটেকার তারেক ধরা ছোয়ার বাইরে রয়েছে। এলাকাবাসীর দাবি ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক গাছ কর্তনে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হোক।

Link copied!