• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

১৫ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৪, ০৩:১২ পিএম
১৫ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. শওকত আলী (২৮) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে ভাঙ্গা ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মো. শওকত আলী বেনাপোলের কাগমারী এলাকার মোহাম্মদ আলীর ছেলে। ১৫ বছর আগে মাদকের মামলায় তার যাবজ্জীবন সাজা হয়।

র‌্যাবের ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, “মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. শওকত আলী প্রায় ১৫ বছরের পলাতক ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছেন। মামলার পর বিভিন্ন সময় আদালত হতে জামিন নিয়ে পরে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন ছিলেন। এরপর তার অনুপস্থিতিতে ওই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়।”

Link copied!