• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু, সম্পাদক ফারুক


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৫, ২০২৪, ০৮:৩৮ পিএম
কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু, সম্পাদক ফারুক

কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৪-২৫ দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক জনকণ্ঠ ও একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাজু এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠ ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের শামসুল হক মিলনায়তনে নিবার্চন কমিশনার মিজানুর রহমান মিন্টু, ইউসুফ আলমগীর ও নাজমুল হোসেনের উপস্থিতিতে চুড়ান্ত প্রার্থীদের ফলাফলের নাম ঘোষণা করা হয়।

কমিটির বাকি সদস্যরাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে খন্দকার একরামুল হক সম্রাট ও তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডা, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান খন্দকার, কোষাধ্যক্ষ রেজাউল করিম, দপ্তর সম্পাদক এম রহমান মঞ্জু, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির সূর্য, সমাজ কল্যাণ সম্পাদক কে এম গোলাম রব্বানী, সাহিত্য সংস্কৃতি সম্পাদক লাইলী বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমেদ, কার্যকরী সদস্য পদে হারুন উর রশিদ, ফজলে ইলাহি স্বপন, শফিকুল ইসলাম বেবু ও আব্দুল ওয়াহেদ।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!