• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

পুলিশের হাত থেকে মাদক কারবারিদের ছিনিয়ে নেওয়া যুবলীগ নেতা গ্রেপ্তার


শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২, ২০২৪, ০৩:০৮ পিএম
পুলিশের হাত থেকে মাদক কারবারিদের ছিনিয়ে নেওয়া যুবলীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার যুবলীগ নেতা সাগর মাদবর। ছবি : প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরায় পুলিশের ওপর হামলা চালিয়ে দুই মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় যুবলীগ নেতা সাগর মাদবরকে (৩৫) ঢাকায় গ্রেপ্তার করেছে র‌্যাব।  

শনিবার (২ মার্চ) দুপুরে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (১ মার্চ) রাত ২টার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাগর মাদবর জাজিরা উপজেলার বড় গোপালপুর ইউনিয়নের টেকেরকান্দি এলাকার কুদ্দুস মাদবরের ছেলে। বড় গোপালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি তিনি। তার বিরুদ্ধে থানায় মারামারি ও হত্যাচেষ্টাসহ আট মামলা চলমান রয়েছে।

স্থানীয়, পুলিশ ও র‌্যাব সূত্র জানায়, বুধবার রাতে উপজেলার বড় গোপালপুর ইউনিয়নের সূর্যমণি বাজারে অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ আরিফ মাদবর ও সবুজ মাদবরকে আটক করে পুলিশ। এসময় খবর পেয়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি সাগর মাদবর ও তার লোকজন ডাকাত বলে চিৎকার দিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদকসহ আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার দুপুরে পুলিশের উপ-সহকারী পরিদর্শক বেলাল হোসেন বাদী হয়ে সাগর মাদবরসহ সাতজনের নাম উল্লেখ করে মামলা করেন। এ ঘটনার পর থেকে গা-ঢাকা দেন যুবলীগ নেতা সাগর মাদবর। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার তাকে গ্রেপ্তার করে র্যাব।

ওসি হাফিজুর রহমান বলেন, পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত সাগর মাদবরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
 

Link copied!