• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সুনামগঞ্জে ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৩, ০১:১১ পিএম
সুনামগঞ্জে ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১

সুনামগঞ্জে ৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ মো. উকিল মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (১৭ সেপ্টেম্বর) ভোরে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

উকিল মিয়া (৩৫) গৌরারং ইউনিয়নের মৃত আব্দুস সুবহানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় বিড়িসহ মো. উকিল মিয়াকে (৩৫) আটক করা হয়েছে। জব্দকৃত বিড়ির বর্তমান বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।

সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। চোরাচালান প্রতিরোধ আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।” 

 

 

Link copied!