• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

স্ত্রীর মৃত্যুর সংবাদে প্রাণ গেল স্বামীরও


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৪, ০৫:৫৮ পিএম
স্ত্রীর মৃত্যুর সংবাদে প্রাণ গেল স্বামীরও
নোয়াখালীর মানচিত্র

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে মৃত্যু বরণ করেছেন আবু সায়েদ (৭০) নামের এক বৃদ্ধ। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার চড়কাঁকড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকার খলিল মোল্লা বাড়ির আবু সায়েদের স্ত্রী মোহসেনা খাতুন (৬০) মারা যান। স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে একই দিন রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি মারা যান আবু সায়েদ।  

চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তারা দুজনই অসুস্থ ছিলেন। স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে কিছুক্ষণ পর স্বামীও মারা যান।  

Link copied!