• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

১০ টাকায় ইফতার পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৮:৩১ পিএম
১০ টাকায় ইফতার পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ

টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত মানুষের জন্য নামমাত্র মূল্য ১০ টাকায় ইফতার বিক্রির উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশন ও যুবদের জন্য ফাউন্ডেশন।

বুধবার (১২ মার্চ) বিকেলে জেলা সদর রোডের ইসলামী পাঠাগারের সামনে ৭০ টাকার ইফতার সামগ্রী মাত্র ১০ টাকায় বিক্রি করেছে সংগঠনটি।

১০ টাকার এই ইফতার প্যাকেজে খেজুর, মুড়ি, ছোলা, পিয়াজু, বেগুনী, আলুর চপ, জিলাপী ও এক বোতল খাবার পানি রয়েছে।

অভিনব এ উদ্যোগে খুশি খেটে খাওয়া মানুষ। ১০ টাকায় ইফতার পেয়ে উচ্ছসিত বৃদ্ধ মর্জিনা বেগম। তিনি বলেন, “গরীব হওয়ায় ভালোমন্দ ইফতার করতে পারি না। ১০ টাকায় ইফতার কিনেছি আজ। প্রতিদিন এমন আয়োজন করা উচিত।”

ভিক্ষুক আসলাম মিয়া বলেন, “আমি শারীরিক প্রতিবন্ধী। প্রতিদিন ঠিকমতো ইফতার করা হয় না। এতো খাবার ১০ টাকায় কিন্যা খুব খুশি আমি।”

সংগঠনের সমন্বয়কারী জে আর হৃদয় জানান, রমজান মাসজুড়েই সংগঠনের উদ্যোগে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড, হাসপাতাল গেইট, বটতলা মোড়, রেজেস্ট্রি পাড়া, নিরালা, পুরাতন বাসস্ট্যান্ড, গোরস্থান মসজিদসহ বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে নিম্ন আয়ের মানুষ, ভিক্ষুক, দিনমুজুরসহ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে।

১০ টাকায় ইফতার বিক্রির উদ্যোক্তা ও সংগঠনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ বলেন, “দেড় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের জন্য ইফতার বিক্রি করছি। সুবিধাবঞ্চিত মানুষ যেন বিনা সংকোচে ১০ টাকায় ইফতার কিনতে পারেন এজন্যই আমাদের এ উদ্যোগ। টাঙ্গাইলের বিভিন্ন পয়েন্টে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।” সমাজের বিত্তবানদের এমন উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত মানুষ ছাড়াও মাদ্রাসা, এতিমখানা, দুর্গম চর এবং বস্তিতে এবার ইফতার বিক্রি করা হবে। এছাড়া ঈদের আগে দুস্থ পরিবারের মাঝে দেওয়া হবে ঈদ বাজার।

Link copied!