• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

শিশু হত্যার দায়ে দাদার যাবজ্জীবন


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৪, ০৭:৪০ পিএম
শিশু হত্যার দায়ে দাদার যাবজ্জীবন

দিনাজপুরের ফুলবাড়ীতে মিরাজ কাজী (৫) নামের এক শিশুকে হত্যার দায়ে সৎদাদা দাদা মমতাজ উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে দিনাজপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক শ্যাম সুন্দর রায় এই আদেশ দেন। 
এ আসামি মমতাজ উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও এই মামলায় বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শাহ মোস্তাফিজুর রহমান টুটুল।  

মামলা সূত্রে জানা যায়, শিশু মিরাজ ফুলবাড়ির পশ্চিম খাজাপুর এলাকার মাহাবুর কাজী ও উম্মে কুলছুমের ছেলে। অপরদিকে মাহাবুব কাজীর মা মো. মর্জিনা বেগম একই এলাকার মমতাজ উদ্দিনকে দ্বিতীয় বিয়ে করেন। ২০১৮ সালের ৮ জুলাই শিশু মিরাজকে তার দাদি তাদের বাড়িতে বেড়াতে নিয়ে যান। পরে পরিকল্পিতভাবে শিশুকে শ্বাসরোধ ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। লাশ গুম করে বিকেল ৪টার সময় প্রচার চালায় মিরাজকে খুজে পাওয়া যাচ্ছেনা। রাত ২টার সময় মমতাজ উদ্দিন জানায় বাড়ির পাশে ডোবায় মিরাজের লাশ পাওয়া যেতে পারে। পরের দিন সকালে ওই ডোবা শেকে মিরাজের লাশ খুঁজে পাওয়া যায়।

এদিকে মরদেহ উদ্ধারের পর শিশুর বাবা মাহাবুর কাজী পরদিন ৯ জুলাই ফুলবাড়ী থানায় মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে চারজনের নামে চার্জশিট দেয়। মমতাজ উদ্দিন (৫২) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।  

রায়ে মিরাজের বাবা-মা অসন্তুষ্ট প্রকাশ করে বলেন, এই রায়ে আমরা খুশি নই। আমরা ফাঁসি প্রত্যাশা করেছিলাম।

Link copied!