• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

প্রেমিকাকে পালিয়ে নিয়ে পতিতালয়ে বিক্রি


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৩, ০২:১২ পিএম
প্রেমিকাকে পালিয়ে নিয়ে পতিতালয়ে বিক্রি

শেরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান লোকমান মিয়া (২৩) নামের এক যুবক। এরপর বিক্রি করে দেন এক পতিতালয়ে। পরে জামালপুরের এক পতিতাপল্লি থেকে ভুক্তভোগী তরুণীকে (২০) উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (১০ আগস্ট) ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য জেলার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (৯ আগস্ট) ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে শ্রীবরদী থানা-পুলিশ।

লোকমান মিয়া শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিচপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। এ ঘটনায় লোকমানকে আসামি করে মানব পাচার আইনে মামলা হয়েছে।

পুলিশ জানায়, লোকমান ওই তরুণীকে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে জামালপুর শহরের রানীগাঁও এলাকার পতিতাপল্লিতে বিক্রি করে দেন।

ভুক্তভোগী তরুণী জানান, দুই বছর আগে ঝিনাইগাতী উপজেলায় তার বিয়ে হয়। স্বামীর সঙ্গে তার বনিবনা না হওয়ায় তিনি মা-বাবার কাছেই থাকতেন। এরই মধ্যে মোবাইলে তার সঙ্গে লোকমানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০ জুন বিকেলে লোকমান তাকে বিয়ের প্রলোভনে দেখিয়ে পালিয়ে নিয়ে যান। পরে ওই রাতে আরও কয়েকজন মিলে তাকে জামালপুরের পতিতাপল্লিতে বিক্রি করে দেন। এ ঘটনার পর তার বাবা শ্রীবরদী থানায় মামলা করেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, “লোকমানকে ধরতে পুলিশের দুটি টিম বিশেষ অভিযান শুরু করেছে। বিষয়টি পুলিশ সুপার নিজে তদারকি করছেন।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!