• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

শিশু অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪, ০১:০৮ পিএম
শিশু অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার সাকিব। ছবি : সংগৃহীত

শেরপুরের নকলা উপজেলার শিশু অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি সাকিবকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (৩০ মার্চ) বিকেলে সুনামগঞ্জ জেলার তাহিরপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাকিবের বাড়ি নকলা উপজেলা বাদাগৈড় এলাকায়।

গ্রেপ্তার সাকিব নকলার বাদাগৈড় গ্রামের মুজা মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ জামালপুরের ক্রাইম প্রিভেনশন কোম্পানির (সিপিসি) কমান্ডার মেজর আবরার ফয়সাল সাদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামি সাকিব ভাতিজি সম্পর্কে এক শিশুকন্যাকে ভালো পোশাক ও খাবারের লোভ দেখিয়ে অপহরণ করে। পরবর্তীতে তাকে নকলার বাদগৈড় এলাকার একটি বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে সাকিব। এ ঘটনায় ওই শিশুকন্যার আরেক চাচা ২৯ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পরই সাকিব আত্মগোপনে চলে যায়। র‌্যাব তাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাকিবকে শনিবার বিকেলে সুনামগঞ্জ জেলার তাহিরপুর বাজার থেকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে নকলার থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাশেম বলেন, “গ্রেপ্তার সাকিবকে হেফাজতে নেওয়ার জন্য নকলা থানা পুলিশের একটি দল সুনামগঞ্জের তাহিরপুর গেছে। তাকে নিয়ে আসার পর আদালতে সোপর্দ করা হবে।”
 

Link copied!