• ঢাকা
  • বুধবার, ২২ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,

বাস-ভ্যানের সংঘর্ষে স্বামী-স্ত্রী, সন্তানসহ ৪ জন নিহত


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: জুন ১, ২০২৩, ০৭:১৭ পিএম
বাস-ভ্যানের সংঘর্ষে স্বামী-স্ত্রী, সন্তানসহ ৪ জন নিহত

টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী বাস-অটোভ্যানের সংঘর্ষে স্বামী-স্ত্রী, সন্তানসহ চারজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জুন) দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার গাংগাইর গোমা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ধনবাড়ী উপজেলার পাইস্কা গ্রামের মাইনুউদ্দিন (৫০), তার স্ত্রী ছাহেরা বেগম (৩০), ছেলে সিয়াম (৩) ও ভ্যানচালক ফরহাদ (৩০)।

স্থানীয়রা জানান, দুপুরে ব্যাটারিচালিত একটি ভ্যান তিনজন যাত্রী নিয়ে মধুপুরের দিকে যাচ্ছিল। ভ্যানটি গাংগাইর গোমা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিনিময় পরিবহন নামের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত ও একজন আহত হন। পরে তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মধুপুর সার্কেল সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি জানান, গাংগাইর এলাকায় বাসের ধাক্কায় অটোভ্যানে থাকা চারজন নিহত হয়েছেন। তাদের তিনজন এক পরিবারের ও অপরজন ভ্যানচালক।

তিনি আরও জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!