• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬

আগে সংস্কার, পরে নির্বাচন : চরমোনাই পীর


চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ০৯:৩৩ পিএম
আগে সংস্কার, পরে নির্বাচন : চরমোনাই পীর

আগে সংস্কার, তারপর নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চরমোনাইয়ের সিনিয়র নায়েবে আমির পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে যুব আন্দোলনের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চরমোনাইয়ের সিনিয়র নায়েবে আমির।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, “যেখানে থাকবে না মানুষের মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটি। আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম। সেই লক্ষ্য নিয়ে জুলাই বিপ্লব হয়েছে। কিন্তু এখন তা ভূলুণ্ঠিত হচ্ছে। চারদিকে চাঁদাবাজি, হানাহানি চলছে। বৈশাখী উৎসবের নামে ভিনদেশি সংস্কৃতি চলছে। এটি বাঙালির নিজস্ব সংস্কৃতি হতে পারে না।“ তাই আগে সংস্কার, তারপর নির্বাচন দেয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

চরমোনাইয়ের সিনিয়র নায়েবে আমির বলেন, “সরকারি অফিসাররা অবিবেচক হবেন না। আপনারা এই দেশের মানুষের খেদমতে নিয়োজিত হবেন। আমরা এমন একটি রাষ্ট্র চাই। কিন্তু আমরা কী দেখেছি, জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে, সেই বিপ্লবে অংশ নিয়েছে, তাদের আশা-আকাঙ্ক্ষা ভেস্তে গেছে।”

তিনি আরও বলেন, “দেশে আবারও অত্যাচার, অবিচার, জুলুম নির্যাতন বেড়ে গেছে। এসব থেকে ঘুরে দাঁড়াতে সংস্কারের চেষ্টা করছি এবং সেই সংস্কার করেই দেশে নির্বাচন দিতে হবে।”

বৈশাখী উৎসব সম্পর্কে তিনি বলেন, “এখন দেশে যা চলছে, তা বাংলাদেশিদের নিজস্ব সংস্কৃতি নয়। ভিনদেশি সংস্কৃতি। যেই সংস্কৃতি মদ গাঁজায় ভরা, ঐশীর মতো মেয়ে বাবা-মাকে হত্যা করে। এমন সংস্কৃতি বাংলার জমিনে আমরা চাই না।”

তিনি আরও বলেন, “সারা বিশ্বের মুসলিম নেতাদের অনৈক্যের কারণে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার ঘটনা ঘটছে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগ্রাসীদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। মুসলমানদের পবিত্র স্থান রক্ষা করতে হবে।”
 

Link copied!