• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

পাটভর্তি ট্রাকে আগুন


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৫, ২০২৪, ০৯:৫৬ পিএম
পাটভর্তি ট্রাকে আগুন

ফরিদপুরের ভাঙ্গায় পাটভর্তি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এ আগুনে ১০ লাখ টাকার ক্ষয়- ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পাট ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী নান্নু মিয়া জানান, তার নিজের গুদাম থেকে ট্রাকে তিনশ মণ পাটভর্তি করা হয়েছিল। পাটভর্তি ট্রাকটি প্লাস্টিকের ত্রিপল দিয়ে ঢাকার সময় হঠাৎ ট্রাকে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে কোনো শ্রমিক ধুমপানের সময় আগুন সূত্রপাত হয়েছে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. আবু জাফর জানান, পাটের ট্রাকে আগুনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। তবে, অধিকাংশ পাট পুড়ে নষ্ট হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে এ আগুনের সূত্রপাত। 

Link copied!