• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

টঙ্গীতে কাভার্ড ভ্যানে আগুন


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৩, ১২:১৯ এএম
টঙ্গীতে কাভার্ড ভ্যানে আগুন
কাভার্ড ভ্যানের সামনের অংশ পুড়ে গেছে। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটে টঙ্গীর মেঘনা রোড এলাকায় এ ঘটনা ঘটে। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, চার-পাঁচজন দুর্বৃত্ত পেট্রল ঢেলে কাভার্ড ভ্যানটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কাভার্ড ভ্যানটির সামনের অংশ পুড়ে গেছে। কাভার্ড ভ্যানটি গত কয়েক দিন ধরে ওই এলাকার শাখা সড়কের পাশে রেখে দিয়েছিলেন চালক। 

ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, চালক ও মালিককে খুঁজছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউসের পরিদর্শক এস কে তুহিন বলেন, আগুনের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Link copied!