• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

সাভারে ভাঙারির দোকানে আগুন


সাভার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪, ০৯:৪২ পিএম
সাভারে ভাঙারির দোকানে আগুন

সাভারের ব্যাংক কলোনি এলাকায় একটি ভাঙারির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যায় একটি ভাঙারির দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে জিরাবো ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যুক্ত হয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মেহেরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভাঙারির দোকানের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন আর কোথাও ছড়ানোর সম্ভাবনা নেই। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান বলেন, এ রকম ঘনবসতিপূর্ণ এলাকায় ভাঙারির দোকান থাকা উচিত নয়। পাশেই একটি বেসরকারি হাসপাতাল। এগুলো মনিটরিংয়ের আওতায় আনা দরকার।

Link copied!