• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১৩ মুহররম ১৪৪৬

তেলের দাম ১৪৮ টাকা বেশি রেখে জরিমানা দিলেন ১০ হাজার


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০৪:৪০ পিএম
তেলের দাম ১৪৮ টাকা বেশি রেখে জরিমানা দিলেন ১০ হাজার

নোয়াখালীতে পবিত্র রমজান মাসের বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলার ইসলামগঞ্জ বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।  

অভিযান সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে সয়াবিন তেল ৫ লিটার বোতলের গায়ের মূল্য ছিল ৮৫২ টাকা, বিক্রি করেছেন ১০০০ টাকায়। এজন্য মেসার্স হাজী এন্তাজুল হক এন্ড সন্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ভোক্তাকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করায় মেসার্স মালেক স্টোরকে ৩ হাজার টাকা, মূল্য তালিকায় প্রদর্শিত মূল্যের অতিরিক্ত মূল্যে মুরগি বিক্রয় করায় মেসার্স আধুনিক পল্ট্রি ফার্মকে ৫ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় ভাউচার সংরক্ষণ না করায় মেসার্স খোকনের মুরগির দোকানকে ৩ হাজার টাকা এবং মেসার্স জলিলের মুরগির দোকানকে ৩ হাজার টাকাসহ মোট ৫ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অন্যদের সতর্ক করা হয়েছে। অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্স টিমের একদল সদস্য উপস্থিত ছিলেন। এতে সহযোগিতা করেন জেলা ব্যাটালিয়ন আনসারের একটি টিম।”  

Link copied!