• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৩, ০৮:৫৫ পিএম
পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি

পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মধুরাম রায় (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের উত্তর বালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মধুরাম রায় একই এলাকার মৃত মহেন্দ্রনাথ রায়ের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক সেচপাম্প দিয়ে মরিচ ক্ষেতে সেচ দিচ্ছিলেন মধুরাম। কিছু সময় সেচ দেওয়ার পর বিদ্যুৎ চলে গেলে তিনি সেচপাম্পের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে বিদ্যুৎ এলে পুনরায় সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়েন।

এসময় ক্ষেতে কাজ করা অন্যরা দৌড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন এবং তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হবে। এছাড়া পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Link copied!