সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৪, ০৮:১৩ পিএম
সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন
মাইন। ফাইল ফটো

কক্সবাজারে টেকনাফ সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার নাফ নদীর হোয়াইক্যং পয়েন্টসংলগ্ন সীমান্তের ওপারে মিয়ানমারের লালচর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওমর ফারুক (১৮) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পাড়ার মোহাম্মদ ইলিয়াছের ছেলে।

তথ্যটি নিশ্চিত করেছেন হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী।

আহতের স্বজন ও স্থানীয়দের বরাতে নুর আহমদ আনোয়ারী বলেন, “মঙ্গলবার সকালে টেকনাফে নাফ নদীর হোয়াইক্যং পয়েন্ট সীমান্ত দিয়ে ওমর ফারুকসহ স্থানীয় দুই যুবক মিয়ানমারের লালচর এলাকায় আনারগুলা নামের এক ধরনের খাদ্যফল আনতে যান। একপর্যায়ে সেখানে পুঁতে রাখা মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওমর ফারুক গুরুতর আহত হন।”

স্থানীয় ওই ইউপি চেয়ারম্যান আরও বলেন, “মাইন বিস্ফোরণে ওমর ফারুকের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্নের পাশাপাশি বাম পায়েও আঘাতপ্রাপ্ত হয়েছে। ওমর ফারুকের সঙ্গে থাকা অপর বাংলাদেশি যুবকরা তাকে উদ্ধার করে হোয়াইক্যং এলাকায় নিয়ে আসেন। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করেন।”

এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে তিনি খবরটি শুনেছেন। আহত যুবক উখিয়ার কুতুপালং এলাকার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন।

Link copied!