• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

১৭ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৩, ১২:২২ পিএম
১৭ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৭ কেজি গাঁজাসহ মিজানুর রহমান নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত সোয়া ২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মিজানুর রহমান রামখানা ইউনিয়নের দক্ষিন রামখানা কামারটারী গ্রামের হানিফ আলীর ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাতে রামখানার দক্ষিন রামখানা কামারটারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারী মিজানুরকে তার বাড়ি থেকে ১৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, মিজানুরের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Link copied!